স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৬ মে।। রেগায় অর্থ নয়ছয় বন্ধে সরকার নতুন কিছু নিয়ম কার্যকর করেছে। কিন্তু দিকে দিকে রেগা শ্রমিকরা আওয়াজ তুলছেন নতুন নিয়ম তারা মানতে পারবেন না। সোমবার গন্ডাছড়া-জগবন্ধুপাড়া রাস্তা অবরোধ করে সংশ্লিষ্ট এলাকার রেগা শ্রমিকরা আন্দোলনে শামিল হন।
তাতে কোন ধরনের যানবাহন চলাচল করা সম্ভব হয়নি। প্রচুর গাড়ি সেখানে আটকে থাকে। পরে পুলিশ ও মহকুমা প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে কোনরকম বুঝিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়। নতুন নিয়ম অনুযায়ী রেগা শ্রমিকদের সকাল ও বিকালে কাজের স্থানে ছবি তুলতে হবে। সোজা কথায় সকালে কাজে গিয়ে নাম লিখে বাড়ি চলে যাওয়ার প্রথা বন্ধ হতেই শ্রমিকদের বিক্ষোভ।