অনলাইন ডেস্ক, ১৬ মে।। ধীরে ধীরে মোদী রাজ্যে পা বাড়াচ্ছে মমতা বলে গুঞ্জন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় আসন বারাণসীতে বঙ্গভবন নকশা প্রস্তুতির কাজ রাজ্যের পূর্ত দফতরকে শুরুর নির্দেশ দিলেন মুখ্য সচিব।
নবান্ন সূত্রে খবর গত শুক্রবার এই বিষয় নিয়ে বিস্তারিত বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।প্রস্তাবিত এলাকা হিসেবে বাছা হয়েছে বারাণসীর বিশ্বনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে একটি জায়গাকে।
এক একরের সামান্য কম জমি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। যদিও বৈঠকে পূর্ত দফতর জানিয়েছেন, নকশা চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বঙ্গভবন তৈরির জন্য কত খরচ হবে তা দেওয়া সম্ভব নয়। এমনকি উত্তরপ্রদেশে বা বারাণসীতে বহুতল নির্মাণের জন্য ফ্লোর এরিয়া কতো তা জানার জন্য সেখানকার পুর নিগমের কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পূর্ত দফতরের আধিকারিকরা ও বারাণসীর প্রস্তাবিত জমি পরিদর্শন করে এসেছে।
বারাণসীতে কোচবিহারের রাজাদের একটি সম্পত্তি আছে। বাঙালিটোলার কাছে সোনারপুরা রোডের উপরে রাজাদের রয়েছে প্রাসাদ – হাওয়া মহল। এই বিশাল রাজপ্রাসাদের মধ্যে পাঁচটি শিব মন্দির, বড়মা-ছোটমা দুটি কালী মন্দির, রাধাগোবিন্দের মন্দির, বৃদ্ধাবাস ছাড়াও প্রায় এক একর ফাঁকা জমি রয়েছে। আর সেই জমিতেই রাজ্যের প্রস্তাবিত নয়া বঙ্গভবন তৈরির প্রস্তাব রয়েছে।