অনলাইন ডেস্ক, ১৬ মে।। পাওলো দিবালা জানিয়ে দিলেন, চলতি মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ছেন তিনি। আজ রাতে ঘরের মাঠ তুরিনে লাৎসিরও মুখোমুখি হবে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। জুভদের জার্সিতে এটাই তার শেষ ম্যাচ।
টুইটারে দিবালা লেখেন, ‘এই জার্সিতে আগামীকাল (সোমবার) আমার শেষ ম্যাচ। এটা কল্পনা করা কষ্টের, তবে এটাই আমাদের শেষ বিদায় হবে।’
তিনি আরও জানান, ‘এটা সহজ হবে না। আমি হাসিমুখে মাঠে ঢুকব এবং মাথা উঁচু করে রাখব। এটা জেনে যে, আমি তোমাদের জন্য সবকিছু দিয়েছি।’
২৮ বছর বয়সী দিবালা ইতালিয়ান জায়ান্টদের হয়ে ২৯১ ম্যাচে ১১৫ গোল করেছেন। যার মধ্যে চলতি মৌসুমে ৩৭ ম্যাচে করেছেন ১৫ গোল।
২০১৫ সালে ২৩.৮ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি’তে পালের্মো থেকে তুরিনে আসেন দিবালা। পাঁচটি লিগ-সহ জুভেন্টাসে মোট ১২টি শিরোপা জিতেছেন তিনি।
২০১৯ ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহামে যাওয়ার সম্ভাবনা ছিল দিবালার। তবে জুভেন্টাস তাতে রাজি ছিল না। তবে এবার তুরিনের বুড়ির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টাইন তারকার। বেশ কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, জুভেন্টাস ছাড়ছেন দিবালা। তাই সত্যি হলো।
চতুর্থ স্থানে আছে চলতি মৌসুমের সিরি’আ শেষ করার পথে জুভরা।