স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ সেপ্টেম্বর।।বিশ্রামগঞ্জ এর চরিলাম মধ্যপাড়ায় বানরের আক্রমণে দু বছরের একটি শিশু গুরুতর জখম হয়েছে। জানা যায় শিশুটি পাশের বাড়িতে যা ছিল। তখন ওই রাস্তায় শিশুটিকে জাপটে ধরে একটি বানর। বানরের আক্রমণের শিশুটি রক্তাক্ত হয়।
শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে প্রয়োজনীয় ওষুধপত্র না থাকায় দোকান থেকে ঔষধ ক্রয় করে এনে চিকিৎসা শুরু করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে চরিলাম এলাকায় গত বেশ কিছুদিন ধরেই বানরের উৎপাত শুরু হয়েছে। এলাকার বাড়িঘরের ফসল এবং ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে বানরের দল। বাড়ি ঘরে ঢুকেও বানরের দল উৎপাত চালাচ্ছে। ঘর থেকে রান্না করা খাবার পর্যন্ত বানর তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
রবিবার সকালে বানরের আক্রমণে দু বছরের এক শিশু যখন হওয়ার ঘটনায় এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।বানরের উৎপাদন বন্ধ করার জন্য বনদপ্তর কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ।