মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রক্তদানে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন সুদীপ রায় বর্মন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। সদ্ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার আগরতলা আইএম এ হাউসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মন।করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামাজিক সংস্থা এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

রক্তদান শিবিরের উদ্বোধন করে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন এই মুহূর্তে রক্তদানে এগিয়ে আসা প্রতিটি ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসা জরুরি। তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে তারা যে রক্তদান শিবিরের প্রবণতা অনেক কমে গেছে। রক্তদানে প্রবণতা কমে যাওয়ায় রাজ্যের রক্তস্বল্পতা দেখা দিয়েছে। ব্লাড ব্যাংক গুলিতে রক্তের মজুদ না থাকার ফলে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

রক্তের সংকট মোকাবেলায় রক্ত-দান একমাত্র উপায়।বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হলেও রক্তের বিকল্প এখনো আবিস্কার করতে পারেননি বিজ্ঞানীরা। রক্ত ল্যাবরেটরীতে তৈরি করা সম্ভব নয়। একমাত্র মানুষের দান করা রক্ত দিয়েই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব। এ কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রক্তদানে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন রক্তদান সবচেয়ে মানবিক কাজ। রক্তদানের মতো তৃপ্তি অন্য কোন কাছে সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন যে ব্যক্তি জীবনে একবার রক্ত দান করেছেন সেই ব্যক্তি জানেন রক্ত দানের মাহাত্ম্য। প্রতিটি মানুষকে রক্তদানে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি।শুধু নিজে রক্তদান করলেই চলবে না সমাজের অন্যান্য অংশের মানুষজনকে রক্তদান শিবিরে শামিল করতেও আহ্বান জানিয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?