অনলাইন ডেস্ক, ১৪ মে।। আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন, আর সেই সিদ্ধান্ত পাল্টাতে ঘণ্টাখানেক লাগল আম্বাতি রাইডুর। শনিবার সবাইকে চমকেই দেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ভারতীয় ব্যাটার।
টুইটারে জানান, চলতি আইপিএলই হতে যাচ্ছে তার শেষ মৌসুম। অবশ্য সেই পোস্ট ঘণ্টাখানেকের মধ্যে মুছে ফেলেন রাইডু। তবে ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটারের টুইট বিভ্রান্তি তৈরি করেছে তার ভক্ত-সমর্থকদের মধ্যে।
অবসরের ঘোষণায় রাইডু লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আইপিএলে এটাই আমার শেষ মৌসুম। এখানে আমার দারুণ সময় কেটেছে এবং ১৩ বছরে দুটি সেরা দলের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। এই চমৎকার যাত্রার জন্য আন্তরিকভাবে মুম্বাই ইন্ডিয়ানস ও সিএসকে’কে ভালোবাসি।’
রাইডুর অবসর ঘোষণা বিষয়টি অস্বীকার করেছেন চেন্নাইয়ের কর্মকর্তারা। পঞ্চদশ আইপিএলে এই ব্যাটার খেলছেন সিএসকে’র হয়ে। তার আগে ২০১৭ পর্যন্ত ছিলেন মুম্বাইয়ে।