দিল্লিতে একটি চারতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক, ১৪ মে।। ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবন থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৭ জনের মরদেহ। এছাড়া ৪০ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, শুক্রবার বিকেলে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় রাতে নিয়ন্ত্রণে আসে আগুন। এখন উদ্ধার অভিযান চলছে। ভবনটির প্রত্যেকটি ফ্লোরে তল্লাশি করা হচ্ছে।

রাতে দিল্লির দমকল কর্মকর্তা সুনীল চৌধরি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকাজ চলছে। এলাকাটি এতটাই বড় যে, তা শেষ হতে সময় লাগবে।

ভারতের প্রধানমন্ত্রী টুইট করেছেন, দিল্লির অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

টুইটারে শোক প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লেখেন, আমি সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী শীঘ্রই পৌঁছচ্ছে। মানুষগুলিকে ওখান থেকে বার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটাই এখন অগ্রাধিকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?