অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। শরীর ভালো নেই। চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গেলেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী। মায়ের সঙ্গে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। দলীয় সূত্রে খবর, ৭৩ বছর বয়সি কংগ্রেস সভানেত্রীর মেডিকেল চেক আপে যাওয়ার কথা ছিল আগেই।
কিন্তু নোভেল করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে তাঁর যাওয়া হয়নি।প্রসঙ্গত, কদিন আগেই দিল্লির গঙ্গারাম হাসপাতালে এক দিনের জন্য ভর্তি হয়েছিলেন সনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে বলা হয়েছিল, সাধারণ চেকআপের জন্য গিয়েছেন তিনি। সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী বলেছিলেন, মায়ের শরীর ভাল নেই।
মা আর পেরে উঠছেন না। যত দ্রুত সম্ভব অন্য কাউকে দলীয় সভাপতির দায়িত্ব দেওয়া হোক। কিন্তু ওয়ার্কিং কমিটির ম্যারাথন বৈঠকের পরে স্থির হয়, আগামী ৬ মাস তিনিই থাকবেন সভানেত্রী পদে। এই ৬ মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচন করা হবে। অবশ্য আমেরিকা যাওয়ার আগে কংগ্রেসের বড় রকমের রদবদল করেছেন সনিয়া গান্ধী।
দলীয় সংগঠনে তুলনায় নতুন প্রজন্মের নেতাদের বড় দায়িত্ব দিয়েছেন। এদিকে ১৪ সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। ফলে সনিয়া ও রাহুল বাদল অধিবেশনের অর্ধেকের বেশি দিন সংসদে উপস্থিত থাকতে পারবেন না। জানা যাচ্ছে, চিকিৎসার জন্য সনিয়া গান্ধী ১৫ দিন থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে।