অনলাইন ডেস্ক, ১৩ মে।। অ্যাস্টন ভিলার সঙ্গে পাকাপাকি চুক্তি করলেন ফিলিপে কুতিনহো। বিশাল লোকসানে ব্রাজিলিয়ান প্লেমেকারকে বিক্রি `লায়ন’দের কাছে বিক্রি করেছে বার্সেলোনা।
২০১৮ সালের জানুয়ারিতে লিভারপুল থেকে ১৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলারে কুতিনহোকে ক্যাম্প ন্যুয়ে এনেছিল কাতালান জায়ান্টরা। কিন্তু অ্যানফিল্ডের ফর্ম নিয়ে আসতে পারেননি ২৯ বছর বয়সী তারকা।
বার্সা থেকে ধারে বায়ার্ন মিউনিখে গিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কুতিনহো। এরপর ফের কাতালোনিয়ায় ফিরেছিলেন তিনি। কিন্তু এবারও ব্যর্থ হওয়ায় গত জানুয়ারিতে তাকে ধারে ভিলা পার্কে পাঠায় বার্সা। সেই চুক্তিতে এই মৌসুম শেষে বিক্রির অপশনও রাখা হয়।
চুক্তির এক বছর বাকি থাকলেও এবার একেবারে ২০ মিলিয়ন মার্কিন ডলারে অ্যাস্টন ভিলার কাছে কুতিনহোক বিক্রি করল কাতালান জায়ান্টরা। বার্মিংহামের ক্লাবটির সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা।
ভিলা পার্কে নতুন কোচ হয়ে আসা স্টিভেন জেরার্ডের মন জয় করতে পেরেছেন কুতিনহো। লিভারপুলে দুজনে ছিলেন সতীর্থ। কুতিনহোর অধিনায়ক ছিলেন জেরার্ড। সাবেক সতীর্থের সঙ্গে চুক্তি করে উচ্ছ্বসিত সাবেক ইংলিশ মিডফিল্ডার, ‘অ্যাস্টন ভিলার জন্য এটা অসাধারণ চুক্তি’।
গত শনিবার বার্নলির বিপক্ষে ভিলার ৩-১ গোলের জয়ের পর কুনিহোকে পাকাপাকি ভিলা পার্কে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বার্সাও বড় লোকসান দিয়ে হলেও এই প্লেমেকারকে বিক্রি করে দিল।
লিভারপুলের হয়ে ২০১ ম্যাচে ৫৪ গোল করেছিলেন কুতিনহো। ৮.৫ মিলিয়ন পাউন্ডে ২০১৩ সালে ইন্টার মিলান থেকে অ্যানফিল্ডে এসেছিলেন তিনি। বার্সার হয়ে ১০৬ ম্যাচে ২৬ গোল করেছেন কুতিনহো।