অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। ভোট আসছে বিহারে। আসন্ন বিধানসভা ভোটের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি বলেন, ‘নয়া ভারতের, নতুন বিহারের কাণ্ডারী নীতীশ কুমার। গত ১৫ ধরে সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে বিহারের। বিজেপিও সেই উন্নয়নের সঙ্গী’।
এদিন ঘুরিয়ে বিহারে লালু প্রসাদ যাদব জমানার সমালোচনাও করেন মোদি।এদিন দিল্লি থেকে ভার্চুয়াল জনসভার মাধ্যমে বিহারের জন্য ৩টি বড় পেট্রোলিয়াম প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলির আর্থিক মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। বাঁকা ও চম্পারণে দুটি এলপিজি বটলিং প্ল্যান্টের উদ্বোধন ও বিহার হয়ে পারাদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর গ্যাস পাইপলাইন প্রকল্প সম্প্রসারণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী এদিন।
নরেন্দ্র মোদি দাবি করেছেন, এই প্রকল্পগুলির ফলে বিহারে কর্মসংস্থান বাড়বে। এদিনের ভার্চুয়াল এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ।