স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মে।। আজ বিশ্ব সেবিকা দিবস। সেবিকাদের সম্মানে উৎসর্গ করা হয়েছে ১২ মে অর্থাৎ আজকের দিন বিশ্ব সেবিকা দিবস হিসেবে। সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তাঁরা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি বিশ্ব সেবিকা দিবস হিসেবে পালন করে বিশ্ব। আর আমরা জানি ১৮২০ সালের ১২ মে ইতালির অভিজাত পরিবারে জন্ম আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। ১৯৭৪ সাল থেকে তাঁর জন্মদিনটি ‘ইন্টারন্যাশনাল নার্সেস ডে’ হিসাবে পালিত হয়ে আসছে গোটা বিশ্বে।
আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ১২ মে। তাই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ফ্লোরেন্স নাইটিংগেল এর জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যেও পালিত হয়। এদিন জিবি হাসপাতাল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।প্রতিবছর উনার জন্ম দিনটি বিশ্ব সেবিকা দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যে হয় নানা অনুষ্ঠান। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বৃহস্পতিবার সকালে আগরতলা জিবি হাসপাতালে হয় শ্রদ্ধা জ্ঞাপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন প্রথমেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রতিমা ভৌমিক সহ হাসপাতাল অন্যান্য সেবিকারা। পরে জিবি হাসপাতালের সেবিকাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন উনি যে রাস্তা দেখিয়েছেন সেই পথে যাতে আমরা চলতে পারি এটাই প্রত্যাশা। পাশাপাশি এ দিনে তিনি সমস্ত নার্সের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিনের অনুষ্ঠানে সেবিকাদের উপস্থিতি ছিল লক্ষনীয়