অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের অধিবেশন। করোনা সংকটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা বিধি মেনেই এই অধিবেশন শুরু হতে চলেছে। কিন্তু প্রতি বছরের ন্যায় এ বছর আর প্রথামাফিক অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক হবে না।
এমন ধরনের বৈঠক আয়োজন করবেন না কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। কিন্তু রবিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং আয়োজন হয়।সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশন চলবে ১ অক্টোবর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সোমবার লোকসভার অধিবেশন চলবে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
রাজ্যসভার অধিবেশন চলবে দুপুর ৩ টে থেকে রাত ৭ টা পর্যন্ত। সকল সংসদদের করোনা পরীক্ষা করে আসতে বলা হয়েছে।এবছরের সংসদে সাংসদদের হাজিরা মোবাইল অ্যাপের মাধ্যমে নেওয়া হবে।