রুশ আগ্রাসন নিয়ে চীনের সাবেক রাষ্ট্রদূত গাও ইউশেং-এর বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্ক, ১২ মে।। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি চীন। তবে এবার চীনের সাবেক রাষ্ট্রদূত গাও ইউশেং রুশ আগ্রাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। অনলাইনে চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস এর এক সেমিনারে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হচ্ছে।

গাও ইউশে প্রায় এক দশক আগে রাশিয়া এবং মধ্য এশিয়ায় চীনের রাষ্ট্রদূত হিসেবে কর্মজীবন শেষে অবসরে যান।

গাও বলেন, পুতিনের শাসনকালে মস্কো কখনোই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে স্বীকার করেনি। ওই দেশগুলোর ভূখণ্ডে তার ঘন ঘন ‘সীমা লঙ্ঘন’ ছিল ‘ইউরেশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি’।

তিনি আরও বলেন, পুতিন শাসনের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় এবং অগ্রাহ্য দিক হল সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে রাশিয়ার প্রভাবের একচেটিয়া ক্ষেত্র হিসেবে বিবেচনা করা এবং একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে সোভিয়েত সাম্রাজ্য পুনরুদ্ধার করা।

তবে ইউক্রেন যুদ্ধের কারণে এটি নাটকীয়ভাবে পরিবর্তিত হইয়ে যায় বলে দাবি করেন গাও। তার মতে, যুদ্ধ শেষ হয়ে গেলে সম্ভবত একটি নতুন বিশ্বব্যবস্থার উত্থান ঘটবে। এই যুদ্ধই ইউক্রেনকে রাশিয়ার ‘প্রভাবের ক্ষেত্র’ থেকে সরিয়ে ইউরোপের আরও কাছে নিয়ে এসেছে। এই যুদ্ধের কারণেই রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক শক্তি মারাত্মকভাবে দুর্বল এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?