স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মে।। বৃহস্পতিবার শ্রমিক ও রাজ্যের সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে মিছিল করে বাম শ্রমিক সংগঠন।
তারা পরিবহণ কমিশনারের কাছে ডেপুটেশন প্রদানের আগে মিছিল করে। মিছিলে কথা বলতে গিয়ে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে জানান বাম আমলেই শহরে চালু হয়েছিল মিটার অটো। কিন্তু তাদের সেই উদ্যোগ স্থায়ী হয়নি।
কারণ ওই সময় কেউই মিটার অটো’তে চড়তেন না। এনিয়ে মামলা ও আন্দোলনও হয়েছিল। প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখ থেকে রাজধানী আগরতলা শহরে সমস্ত অটোতে মিটার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
তবে সরকারের এই সিদ্ধান্ত মোটর শ্রমিক সংগঠনগুলি মেনে নিতে রাজি নয়। বামপন্থী মোটর শ্রমিক সংগঠন তো বটেই, বিএমএস ও এই সিদ্ধান্ত মেনে নেয়নি।