স্টাফ রিপোর্টার, কমলপুর, ১২ মে।। কমলপুর ফুলছড়ির রুনা গোপ নামে পোস্ট অফিসের এজেন্ট প্রচুর সংখ্যক মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন। তাদেরকে বলা হয়েছিল সেই টাকা পোস্ট অফিসে জমা করবেন। কিন্তু কখনও তাদের টাকা জমার রশিদ দেয়নি।
তাই প্রতারিত মহিলারা এখন সংঘবদ্ধভাবে রুনা গোপের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের দাবি ১০ থেকে ১২ লক্ষ টাকা আত্মসাত করেছে ওই মহিলা এজেন্ট। প্রসঙ্গত, পোস্ট অফিসে আমানত জালিয়াতির আরও অভিযোগ ইতিপূর্বে উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে এজেন্টরা গ্রাহকদের টাকা পয়সা হাফিজ করে দিয়েছেন।
রাজ্যে চিটফান্ড জালিয়াতির পর সাধারণ মানুষ পোস্ট অফিসে আমানত জমা রাখার ওপর জোর দেয়। এখন এজেন্ট যদি এ ধরনের ঘটনায় জড়িয়ে পরে তাহলে আমানতকারীদের আস্থার কোন জায়গা থাকছে না।