অনলাইন ডেস্ক, ১২মে।। করোনা ভাইরাস আতঙ্ক এখনও পুরোপুরি ভাবে বিদায় নেয়নি। তার মধ্যেই ফের নতুন করে শুরু হয়েছে নিপা ভাইরাস আতঙ্ক। নতুন করে কেরলে এই ভাইরাস ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। যার জেরে ইতিমধ্যেই কেরল প্রশাসন সতর্ক থাকার বার্তা দিয়েছে। হাসপাতালগুলিকেও সজাগ করা হয়েছে।
কেন হঠাৎ করে এই আতঙ্ক! বিশেষজ্ঞদের মতে এই সময় বাদুড়দের বংশবৃদ্ধি হয়, সেই কারণে নিপা ভাইরাস বৃদ্ধি পেতে পারে। তবে নিপা ভাইরাস যেহেতু করোনার থেকে বেশি সংক্রামিত হয় তাই সেটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, বিভিন্ন জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে। যদিও কোঝিকোড়ে জেলায়ই একমাত্র আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তবু আগাম সতর্কতা হিসেবে সব জেলাকেই সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি আগামী ১২ মে কোজিকোড়ে জেলায় একটি ওয়ার্কশপও আয়োজন করেছে প্রশাসন। অন্য যে কোনও ভাইরাসের থেকে নিপা ভাইরাস অনেক বেশি ঘাতক। ইতিমধ্যে বলা হয়েছে, এই ভাইরাসটি পশুর শরীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। ইতিমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে নিপা ভাইরাসকে ঘাতক বলে ঘোষণা করা হয়েছে। কোজিকোড়ে প্রথমবার ২০১৮ সালের মে মাসে নিপা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। ২০১৮ সালের জুন মাসের ১০ তারিখে ঘোষণা করা হয়, সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে।