স্টাফ রিপোর্টার, আমবাসা, ১১ মে।। ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের আমবাসা ব্রাঞ্চের ঘটনা নিয়ে মুখ খুললেন ব্যাঙ্ক ম্যানেজার।
মনমোহিনি দেবনাথ নামে এক বৃদ্ধ মহিলার বার্ধক্য ভাতার টাকা কে বা কারা মহিলার বা তার পরিবারের কারও স্বাক্ষর ছাড়া উঠিয়ে নিয়েছিল। বিষয়টি মহিলার পুত্রবধূর নজরে আসে ব্যাংকের বই আপডেট করাতেই এসে। তারপর ঐ ব্যাঙ্ক ম্যানেজার ও সংবাদমাধ্যমের দ্বারস্থ হয় গৃহবধূ।
এ বিষয় নিয়ে বুধবার ব্যাংক ম্যানেজার আমাদের প্রতিনিধিকে জানায় জালিয়াতির কোন বিষয় না, টিপসই এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই ভাতা তোলা হয়। এর মধ্যে কিছু একটা হয়েছে বলে ধারণা উনার। তিনি বলেন বিষয়টি আমরা তদন্তের মাধ্যমে দেখছি,এখন দেখার বিষয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে কি বেরিয়ে আসে।