স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১১ মে।। ফের একবার বাস পরিষেবা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ঘটনার বিবরণে জানা যায় আগরতলা থেকে শান্তিরবাজার যাওয়ার পথে হয়রানি শিকার দুই মহিলা যাত্রীরা। ঘটনা বুধবার দুপুরে উদয়পুর রাজারবাঘ মোটর স্ট্যান্ড এলাকায়।
পরবর্তী দুই মহিলা যাএী উদয়পুর রাধা কিশোর পুর থানার দ্বারস্থ হয়েছেন। দুই মহিলা যাএী পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজ সকালে দুই যাএী কে জানান ভৌমিক ট্রেভেল যার নম্বর TR01B1392 বাস গাড়িটি শান্তিবাজার যাবে যথা সময় ওই দুই মহিলা যাএী বাস গাড়িতে উঠে পড়ে, আগরতলা থেকে গাড়ি চলে আসলেও উদয়পুর আসা মাএ ভৌমিক ট্রেভেলের গাড়ি চালক ও সহ চালক ওই দুই জন মহিলা যাএী থেকে শান্তিবাজার ভাড়া নিয়ে নেয়,এবং ওই মহিলা যাএীকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
ভৌমিক ট্রেভেলের গাড়ি চালক ও সহ চালক এরকম আচরণ এবং হয়রানি করার ঘটনা প্রকাশের আস্তে উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে।পরবর্তী ওই দুই মহিলা যাএী রাধা কিশোর পুর থানায় ভৌমিক ট্রেভেলের গাড়ি চালক ও সহ চালক এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।এখন দেখার বিষয় ভৌমিক ট্রেভেলের গাড়ি চালক ও সহ চালক এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় উদয়পুর রাজারবাগ বাস সমিতির কর্তৃপক্ষরা।