শপথ গ্রহণ করলেন বাবুল সুপ্রিয়

অনলাইন ডেস্ক, ১১ মে।। উপনির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় । কিন্তু তাঁর বিধায়ক পদে শপথ ঘিরে একাধিক জটিলতা দেখা দেয়। জটিলতা কেটেছে। বিধানসভা সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বাবুলকে শপথগ্রহণ করাবেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্য্যায়।

মঙ্গলবার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং উপ মুখ্য সচেতক তাপস রায়ের সঙ্গে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুরু থেকেই বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা এখা দিয়েছিল। কারণ, বিধায়কদের শপথ গ্রহণের দায়িত্ব স্পিকারের কাছ থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন রাজ্যপাল। পরিবর্তে সরকারের কাছে আটকে থাকা বিল নিয়ে খতিয়ান চেয়ে যাচ্ছেন। বাবুলকে শপথের জন্য ডেপুটি স্পিকারকে অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে স্পিকারকে এড়িয়ে শপথ গ্রহণে রাজি হননি ডেপুটি স্পিকার।

শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আশীষ বন্দ্যোপাধ্যায়কেই শপথ গ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ডেপুটি স্পিকারের মাধ্যমে বিধানসভায় শপথ নেবেন বাবুল।

বুধবার বিধায়ক পদে শপথ নিতে চলেছেন মোদী মন্ত্রিসভা ও বিজেপি ছেড়ে তৃণমূলী হওয়া বাবুল সুপ্রিয়।

বালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয় জয়ী হন সিপিআইএমের শায়রা শাহ হালিমকে পরাজিত করে। তবে বালিগঞ্জ টিএমসির দখলেই ছিল। এই কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে হয় উপনির্বাচন।

আসানসোলের দুবারের বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। তিনি দল ও সাংসদ পদ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সে কারণে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রেও হয় উপনির্বাচন। এখানে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে টিএমসি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?