অনলাইন ডেস্ক, ১১ মে।। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান সতর্ক করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধ সহজে শেষ হচ্ছে না। খবর বিবিসির।
দেশটির পূর্ব অংশের দখল নিতে রাশিয়া যখন ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে তখনই এই সতর্ক করে সংস্থাটি।
ইউক্রেনীয় সৈন্যবাহিনী কিয়েভ দখলের প্রচেষ্টা প্রতিহত করার পর রুশ বাহিনী ডনবাস দখলে নেওয়ার জন্য জোর দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান অ্যাভ্রিল হেইনস মঙ্গলবার সিনেট কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, পুতিন ডনবাস ছাড়িয়ে লক্ষ্য অর্জনে পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার উদ্দেশ্য এবং রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতার মধ্যে সমন্বয় করতে পারছেন না।
তিনি আরও বলেন যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে যে সহায়তা দিচ্ছে রুশ প্রেসিডেন্ট সম্ভবত সেটির জবাব দিচ্ছে। যাতে ইউক্রেনে মূল্যস্ফীতি, খাদ্য সংকট এবং জ্বালানির মূল্য পরিস্থিতি খারাপের দিকে যায়।
প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থার প্রধান স্কট বেরিয়ারও বৈঠকে একই কথা বলেন যে, এই যুদ্ধের ফলে রাশিয়ান এবং ইউক্রেনীয়দের অচলাবস্থার মধ্যে পড়তে হবে।