অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। আপত্তি, হুমকিকে উপেক্ষা করে আদেলাবাদ জেলের মধ্যেই নামী কুস্তিগীর নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান সরকার। শনিবার ফাঁসিতে ঝোলানো হয় কুস্তি চ্যাম্পিয়ানকে। আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছেন বহু ক্রীড়াবিদ। একজন খেলোয়াড়কে যেভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইরানকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা।
ইরান সরকারের বিচার বিভাগের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ‘আইনি লড়াইয়ের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আফকিরির রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা ছিল না। তাই দেশের শীর্ষ আদালতের নির্দেশেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’ প্রসঙ্গত, ২০১৮ সালে ইরানের বর্তমান সরকার বিরোধী বিক্ষোভে সামিল হয়েছিলেন দেশের নামী কুস্তিগির নাভিদ আফকিরি।
তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, বিক্ষোভের সময় হাসান তুর্কমান নামে নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাতে খুন করেছেন। খুনের মামলায় ইরানের এক স্থানীয় আদালত তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। বিচার চলাকালীন আফকারি অভিযোগ করেছিলেন, তাঁর উপরে নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। যদিও ইরানের বিচার বিভাগ এই অভিযোগ অস্বীকার করেছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইরানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দ্বারস্থ হয়েছিলেন আফকারি। কিন্তু কোনও লাভ হয়নি।
বিশ্বের ৮৫ হাজার অ্যাথলিটদের সংগঠন দেশের কিংবদন্তী কুস্তিগিরের মৃত্যুদণ্ডের আদেশ বাতিলের জন্য ইরান সরকারের কাছে আর্জি জানিয়েছিল । এমনকী কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সব অনুরোধ, হুমকি উপেক্ষা করে এদিন সকালে আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান সরকার ।