স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৯ মে।। কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন দিতে সোমবার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গন্ডাছড়া মহকুমা সফরে আসেন রাজ্যের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ এক ঝাঁক কংগ্রেস নেতৃত্ব।
প্রদেশ সভাপতি রাখু দাসের উপস্থিতিতে দ্রব্য মূল্যের প্রতিবাদ জানিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশ পুতুল। শুধু তাই নয় রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দল ত্যাগ করে পয়তাল্লিশ পরিবারের একশো পঞ্চান্ন ভোটার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের হাত ধরে কংগ্রেস দলে যোগ দেন। সোমবারের কংগ্রেস -এর এই পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষনিয়।
ঘটনার বিবরণে প্রকাশ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস কর্মী ও সামর্থকদের মনোবল বাড়াতে সোমবার গন্ডাছড়া মহকুমা সফরে আসেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ এক ঝাঁক কংগ্রেস নেতৃত্ব। সভাপতি রাখু দাস সোমবার বিকাল চারটা নাগাদ মহকুমায় পৌঁছেই কংগ্রেস ভবনে কর্মী সমর্থকদের নিয়ে দ্বাররুদ্ব বৈঠক সেরে নেন।
এরপর রাইমাভ্যালি যুব কংগ্রেস -এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মহকুমা বাজারের স্কুল চৌমুহনিতে এক পথসভায় মিলিত হন। উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি বকুলবিকাশ চাকমা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, এন এস ইউ আই সভাপতি ধরনী দেবনাথ, এবং রাজ্য যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যান্য নেতৃত্ব।
পথ সভায় সভাপতিত্ব করেন বাদল সরকার। ওই পথসভায় বিভিন্ন দল ছেড়ে পয়তাল্লিশ পরিবারের একশো পঞ্চান্ন ভোটার কংগ্রেস দলে যোগ দেন। তাদের দলে বরণ করে নেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। সকলের উপস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল পুরানো হয়। এরপর অনুষ্ঠিত হয় পথসভা। বিভিন্ন বক্তা পথসভায় শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য রাখেন।