জমি বিবাদে তিনজনের মৃত্যু, স্বজনহারাদের সাথে কথা বলল কংগ্রেস প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, কমলপুর, ৭মে।। শনিবার ডাববাড়ি এলাকায় প্রয়াত রজনী দাসের বাড়িতে গেলেন কংগ্রেস প্রতিনিধি দল। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে আর তাতেই রজনী দাস সহ তার স্ত্রী এবং পুত্র প্রিতোষ দাসের মৃত্যু হয়।

প্রয়াত রজনী দাসের পুত্র প্রয়াত প্রিতোষ দাস ছিলেন বিজেপির প্রথম সারির কার্যকর্তা। রাজনীতিকে পেছনে ফেলে এদিন অসহায় এই পরিবারের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতৃত্ব।

এদিন প্রতিনিধিদলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা, এ আইসিসির সম্পাদিকা ম্যাডাম জরিতা সহ কংগ্রেস দলের ধলাই জেলা ও আমবাসা ব্লকের নেতৃত্ব। এদিনে প্রতিনিধিদল কথা বলেন পরিবার-পরিজনদের সাথে জ্ঞাপন করলেন সমবেদনা।

এক সাক্ষাৎকারে বিরজিত সিনহা বলেন এটা কোন রাজনৈতিক ঘটনা নয়। যারা প্রকৃত দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এক্ষেত্রে কংগ্রেস দলের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে কংগ্রেস দল প্রস্তুত রয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?