স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। করোনা মহামারীর সময় রাজ্য কংগ্রেস দলের অবস্থা খতিয়ে দেখতে এবং দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করতে এ আই সি সি-র পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। এই দায়িত্ব বর্তায় এ আই সি সি-র ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন ভোরার উপর। কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতি ভাল না থাকায় একটু দেরীতে রাজ্যে আসেন তিনি।
শনিবার রাজ্যে আসেন কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন ভোরা। প্রদেশ কংগ্রেস ভবনে এসে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসার আগে এই কথা জানান তিনি। আসন্ন এডিসি নির্বাচন এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় বৈঠক করবেন বলে জানান।
এর জন্য রূপরেখা তৈরি হবে বলেও জানান তিনি। অন্যদিকে কংগ্রেস দলের গোষ্ঠী কোন্দল নিয়ে কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন ভোরা জানান কংগ্রেস বড় দল। তাই কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু কংগ্রেস নেতৃত্বরা একত্রিত হয়ে কাজ করছে বলে জানান তিনি। দলীয় কোন্দল নিয়ে এর বেশী আর কিছু জানাতে চাননি কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন ভোরা।