স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। জে আর সি। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। এই ক্লাবের আত্মপ্রকাশ হলো রাজ্যের মাটিতে খুব বেশি সময় হয়নি। মূলত খেলাধুলার পরিধিকে কেন্দ্র করেই তৎসঙ্গে খেলাধুলার অঙ্গনে এক আলাদা মাত্রা বজায় রাখতেই আত্মপ্রকাশ ঘটলো এই জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের।
এটা পোশাকি অর্থে একটি ক্লাব হলে ও আসলে একটা পরিবার। এই ক্লাবের সঙ্গে জড়িত প্রত্যেকের কাছেই এই জে আরসি সংগঠনটি একটা পরিবার।
এই পরিবারের তরফে শনিবার টিসিএর যুগ্ম সচিবকে অভিনন্দন জানানো হলো। যুগ্ম সচিবের মাধ্যমে গোটা টিসিএর প্রতিই কৃতজ্ঞতা জ্ঞাপন করলো জে আর সি। কেন না যে আর সি এবছর প্রায় বেশ কয়েকটি ম্যাচেই টিসিএ অনুমোদিত মাঠগুলো ব্যবহার করেছে।
আর এর জন্য অবশ্যই টিসিএ প্রশংসা পাওয়ার কথা। যাই ছোট্ট একটি টোকেন অব লাভের মাধ্যমে টিসিএর যুগ্ম সচিব কিশোর দাসের হাতে তুলে দিলেন জে আর সির প্রতিনিধিরা।
টিসিএর পক্ষ থেকে ও যুগ্ম সচিব যে আরসিকে অভিবাদন জানালেন এহেন উদ্যোগ্যের জন্য। একই ভাবে জে আর সির পক্ষ থেকে রাজ্যের মিডিয়াগুলোতে ও টোকেন অব লাভ তুলে দেওয়া হলো দায়িত্বে থাকা সেই সব মিডিয়া হাউসের এডিটরদের হাতে।
জে আরসি এবছর যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত করেছে তার প্রচার করেছেন তাদের তো ধন্যবাদ দিলো জে আর সি এবং যারা খবর করে নি তাদের ও ধন্যবাদ জ্ঞাপন করা হবে বলে জানালেন যে আরসির সম্পাদক অভিষেক দে।