স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। শুক্রবার জিবির কোভীড ট্রিটমেন্ট সেন্টারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের বিশিষ্ট লেখিকা, সাহিত্যিক, প্রাবন্ধীক অপরাজিতা রায়। দীর্ঘ দিন যাবৎ তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ১৯২৯ সালে জন্ম গ্রহণ করেন তিনি।
শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে সাহিত্যিক অপরাজিতা রায়ের স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। বিশিষ্ট সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য প্রয়াতার পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অসাধারন ব্যক্তিত্ব ছিলেন তিনি।
স্কুলে থাকাকালীন দৃড়তার সঙ্গে পরিচালনা করে গেছেন। তাঁর দক্ষতা, স্বচ্ছতা ও ব্যক্তিত্ব আজকের প্রজন্মের পাথেয় হয়ে থাকবে বলে জানান তিনি।