অনলাইন ডেস্ক, ৭ মে।। কিউবার রাজধানী হাভানায় বিলাসবহুল একটি পাঁচ তারকা হোটেলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, হাভানার পুরোনো অংশে হোটেলটির সামনে পার্কিং করা একটি গ্যাস ট্যাংকারে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে হোটেলটির বেশ কয়েকটি তলার দেয়াল ধসে পড়ে। এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মহামারির কারণে বন্ধ থাকা ঐতিহাসিক হোটেলটি চার দিনের মধ্যে খোলার কথা ছিল।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজতে তল্লাশি শুরু করেছেন উদ্ধারকারীরা।
নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু রয়েছেন বলে জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল জানান, গ্যাস লিক থেকে ঐতিহাসিক এ হোটেলে বিস্ফোরণটি ঘটেছে বলে মনে হচ্ছে।