অনলাইন ডেস্ক, ৬ মে।। জার্মানির ক্লাব আরবি লাইপজিগের স্বপ্ন ভেঙে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে রেঞ্জার্স। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকিট কাটল স্কটিশ ক্লাবটি।
সেমিফাইনালের প্রথম লেগে লাইপজিগের মাঠে ১-০ গোলে হেরেছিল রেঞ্জার্স। ঘরের মাঠে ফিরতি লেগে ৩-১ গোলের দাপুটে জয় পেল তারা।
লাইপজিগ না পারলেও ফাইনালে উঠেছে আরেক জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। শেষ চারের ফিরতি লেগে ঘরের মাঠে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ইংলিশ ক্লাব ওয়েস্ট হামকে ১-০ গোলে হারিয়েছে তারা।
বার্সেলোনার হৃদয় ভেঙে সেমিতে উঠেছিল ফ্রাঙ্কফুর্ট। শেষ চারের প্রথম লেগে ওয়েস্ট হামের মাঠে ২-১ গোলের জয় পায় জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ১৯৮০ সালের পর প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করল ফ্রাঙ্কফুর্ট।
১৮ মে, সেভিয়ায় ফাইনালে মুখোমুখি হবে রেঞ্জার্স ও ফ্রাঙ্কফুর্ট।