স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। শুক্রবার রাতে যারা জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারে অক্সিজেনের পাইপ লাইন সারাই করার নামে অভ্যন্তরে প্রবেশ করেছে, তারা বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করেছে। এক প্রকার জোরপূর্বক তারা সেখানে প্রবেশ করেছে। করোনার বিরুদ্ধে সকলে মিলে লড়াই করছে। সেখানে কেউ যদি নাশকতা মূলক এবং ষড়যন্ত্র মূলক কাজ করে তাঁকে জনগণ ছাড়বে না।
শনিবার জিবি হাঁসপাতাল পরিদর্শনে গিয়ে এই কথা বলেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সংসদ প্রতিমা ভৌমিক। এইনিয়ে টানা ষষ্ঠ দিন জিবি হাঁসপাতাল পরিদর্শনে যান তিনি। অন্যান্য দিনের ন্যায় এইদিনও তিনি জিবি হাঁসপাতাল পরিদর্শনকালে কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবার পরিজনদের সাথে। তাদের অভাব অভিযোগের কথা শুনার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এইদিন তিনি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথেও কথা বলেন। সাংসদ প্রতিমা ভৌমিক এইদিন হাসপাতালের চিকিৎসক ও প্রকৌশলীদের নিয়ে কোভিড ট্রিটমেন্ট সেন্টারে অক্সিজেনের পাইপলাইন ঘুরে দেখেন। যেখানে সমস্যা রয়েছে বলে প্রচার করা হচ্ছিল। তা এইদিন নিজের চোখে প্রত্যক্ষ করেন সাংসদ প্রতিমা ভৌমিক।