মাংস ক্রয় করতে গিয়ে নেশা সামগ্রীসহ আটক ব্যক্তিকে গণধোলাই

স্টাফ রিপোর্টার,বিশালগড়, ১২ সেপ্টেম্বর। বাজারে শুকরের মাংস ক্রয় করতে গিয়ে আক্রান্ত মাঝবয়সি ঘরজামাই যুবক। ঘটনা চড়িলাম বিধানসভার উপজাতি অধ্যুষিত হেরমা বাজারে। শনিবার ছিল হেরমা বাজার বার। সাপ্তাহিক বাজার শনিবার। প্রতি শনিবারে হেরমা বাজারে প্রচন্ড ভিড় হয়। সমতল এলাকার অনেক মানুষজন ও এই হেড়মা বাজারে শুকরের মাংস ক্রয় করার জন্য যায়। কারণ হেরমা বাজার শুকরের মাংসের জন্য বিখ্যাত।

শনিবার বিকাল সাড়ে চার ঘটিকায় দক্ষিণ চড়িলাম এলাকার মাঝবয়সি যুবক শ্যামল পোদ্দার হেরমা বাজারে শুকরের মাংস ক্রয় করতে গিয়েছিলেন। শুকরের মাংস ক্রয় করে মাংসের টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়। পকেট থেকে টাকার সঙ্গে বেরিয়ে আসে বিভিন্ন জাতের নেশাজাতীয় ট্যাবলেট। টাকার সঙ্গে নেশা জাতীয় ট্যাবলেট শুকরের মাংসের দোকানের সামনে শ্যামল বাবুর পকেট থেকে পড়ে যায় বলে জানায় বাজারের প্রত্যক্ষদর্শীরা।

সঙ্গে সঙ্গে বাজারের ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতা এমনকি উপজাতি মা-বোনেরা পর্যন্ত এলোপাতাড়ি চর লাথি কিল ঘুসি মেরে মাটিতে ফেলে দে শামোল পোদ্দারকে। এক কথায় বাজাইরা কনি খেয়ে একেবারে লাবরা খিচুড়ি হয়ে গিয়েছেন শ্যামল।এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। উপজাতি যুবকরা অভিযোগ করেন এই শ্যামল নাকি উপজাতি এলাকায় নেশাজাতীয় ট্যাবলেট বিক্রি করেন। উপজাতি যুবসমাজকে উনি ধ্বংসের মুখে ঠেলে নিয়ে যাচ্ছেন। আজ হেরমা বাজারে হাতেনাতে ধরতে পেয়ে যে যেভাবে পেরেছেন হাতের চাহিদা মিটিয়ে ছেন।

শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে এক বাঙালি ককবড়ক ভাষা বলে কোনরকমে শ্যামল বাবু কে হে আরমা বাজার থেকে দক্ষিণ চড়িলাম এ শ্বশুর বাড়িতে নিয়ে আসেন। কোনোক্রমে প্রাণে রক্ষা পায় শ্যামল বাবু। এই ঘটনায় উপজাতি এবং বাঙালি এলাকায় কিছুটা সাময়িকভাবে হলেও উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যদিও পরবর্তী সময়ে সবকিছু মিটমাট হয়ে যায়। এতক্ষণে ঘরজামাই শামোল বাবু উপজাতি যুবকদের হাতে প্রসাদ পেয়ে গিয়েছেন। প্রচন্ডভাবে উপজাতি যুবকরা মারধর করেছেন শ্যামল পোদ্দারকে এমনটাই জানিয়েছে বাজারের প্রত্যক্ষদর্শীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?