অনলাইন ডেস্ক, ৪মে।। ধর্মীয়স্থান থেকে লাউডস্পিকার খুলে নেওয়াকে ঘিরে ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই মুম্বইতে মুখমন্ত্রী উদ্ভব ঠাকরে ও রাজ ঠাকরের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এবার আসরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী আটাওয়ালে বলেন, মসজিদ থেকে যদি কেউ জোর করে লাউড স্পিকার খুলতে আসে তাহলে তার রিপাবলিকান পার্টির দলীয় কর্মীরা প্রতিবাদ জানাবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে কোনও অন্যায় সহ্য করা হবে না। আমরা চাই তারা ন্যায় বিচার পাক। আমরা মসজিদের বাইরে হনুমান চালিশা পাঠের বিরুদ্ধে নেই। আমাদের বিরোধিতা মহারাষ্ট্র নব নির্মাণ সেনার মসজিদ থেকে লাউড স্পিকার সরানোর দাবির বিরুদ্ধে।
কেন্দ্রীয় মন্ত্রী ফের স্পষ্ট করে বলেন, কেউ যদি মসজিদ থেকে জোর করে লাউড স্পিকার খুলতে আসে, তাহলে আমাদের দলের কর্মীরা হাতে হাত গুটিয়ে বসে থাকবে না।
রামদাস আটাওয়ালে বলেন, শব্দ দূষণই যদি লাউড স্পিকার খুলে দেওয়ার মুখ্য কারণ হয়ে থাকে, তাহলে লাউড স্পিকারের ভলিউম কম করে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। বিজেপি হয়তো মহারাষ্ট্র নব নির্মাণ সেনার দাবিকে সমর্থন করেছে, তবে তার অর্থ এই নয় যে আমার দল এই পদক্ষেপের পক্ষে আছে।
যদি রাজ ঠাকরে লাউড স্পিকার খুলে নেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময় দেন, তাহলে আমার দলের কর্মীরা মসজিদের সুরক্ষায় থাকবে। আটাওয়ালের আরও সংযোজন, হিন্দু-মুসলিমদের মধ্যে কোনও বিরোধ থাকা উচিত নয়।
কেন্দ্রীয় মন্ত্রী আটাওয়ালে প্রশ্ন তোলেন, এতদিন ধরে মসজিদে লাউড স্পিকার ছিল। কারুর কোনও অসুবিধা হয়নি। তাহলে কেন এখন এই লাউড স্পিকার সরানোর দাবি উঠছে? রাজ ঠাকরে দাবি করেছেন, এটি একটি সামাজিক সমস্যা। আসলে সেটা সত্যি নয়। এটি একটি ধর্মীয় ইস্যু।
সাংবাদিকরা কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করে বিজেপি ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনা কি লাউড স্পিকার ইস্যুতে এক পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী আটাওয়ালে বলেন, আমি মনে করি না সেটা হবে। আর যদি সেটা হয়, তাহলে আমাদের দল এই ইস্যু নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা ভাববে। তবে এখনও পর্যন্ত আমরা বিজেপির সঙ্গে আছি।