স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৩ মে।। স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মার কনভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে। আহত কনভয়ে থাকা ৫ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান।
ঘটনা বড়মুড়া পাহাড়ে মঙ্গলবার। খবরে প্রকাশ, স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা কোন এক অনুষ্ঠানে যোগ দিতে উনি উনার কনভয় নিয়ে আগরতলার দিক থেকে বড়োমুড়া হয়ে কাঞ্চনপুর যাচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তা পিচ্ছিল হয়ে থাকায় উল্টো দিক থেকে আসা TR01 B1208 নম্বরের যাত্রীবাহী একটি বাস গাড়ির সঙ্গে রাস্তায় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চেয়ারম্যানের TR01E0934 নম্বরের ৫জন ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান বোঝাই কনভয়’টি। এতে আহত হয় কনভয়ে থাকা ৫ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান।
পরে তড়িঘড়ি তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর পাঠানো হলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা শুরু করে। তবে যতটুকু খবর সম্পূর্ণ সুস্থ রয়েছেন স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা।