গাছ ভেঙে পড়ে চার ঘন্টা যাবত বন্ধ হয়ে পড়ে আসাম- আগরতলা জাতীয় সড়ক

 

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৩ মে।। মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডবে বৃহৎ আকারের এক গাছ ভেঙে পড়ে টানা প্রায় চার ঘন্টা যাবত বন্ধ হয়ে পড়ে আসাম- আগরতলা ৮ নং জাতীয় সড়ক। ঘটনার বিবরণে জানা যায় এদিন বেলা বারোটা নাগাদ প্রবল বর্ষণে আমবাসা মহকুমার অন্তর্গত ডলুবাড়ী বেতবাগান এলাকায় ১৪০ নং সিআরপিএফ বাহিনীর সদরদপ্তর সংলগ্ন জাতীয় সড়কে বহুপুরনো একটি বৃহৎ আকারের গাছ জাতীয় সড়কের উপর ভেঙ্গে পড়ে। রাস্তার পাশে থাকা একটি কেন্টার ট্রাক এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় যদিও গাড়িতে কেউ না থাকায় কোন প্রাণহানি ঘটেনি নয়তো বড় ধরনের বিপত্তি ঘটতে পারত। যদি সেই সময়ে জাতীয় সড়কের এই স্থানে কোন গাড়ি থাকতো তাহলেও বড় ধরনের বিপদ ঘটে যেত।

এই গাছ জাতীয় সড়কে পড়ার পরিপ্রেক্ষিতে রাস্তার দু দিকে আটকে পড়ে প্রচুর সংখ্যক গাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা ট্রাফিক দপ্তরের ইন্সপেক্টর গৌতম দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা। সাথে সাথেই খবর জানানো হয় জাতীয় সড়কের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এবং আমবাসা বনবিভাগকে।

খবর পাওয়ার কিছুসময়ের মধ্যেই জাতীয় সড়ক পরিষ্কারের কাজে হাত লাগাই এসে সংশ্লিষ্ট দফতরের কর্মীরা। প্রায় চার ঘণ্টা পর বিকেল আনুমানিক ৩ টা নাগাদ জাতীয় সড়ক পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করে তোলা হয়। এমনিতেও আঠারমুড়া পাহাড় জাতীয় সড়ক প্রশস্তকরণ এর কাজ চলছে অল্প বৃষ্টিতেই গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে এদিনও তথৈবচ অবস্থা।

পাশাপাশি এদিন মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে বিদ্যুতের ব্যাপক সমস্যা তৈরি হয়। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিবাহী তার থেকে শুরু করে খুটি ভেঙে পড়ে যার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়। যদিও আমবাসা মহাকুমায় বিদ্যুৎ বিভাগের দায়িত্ব যখন থেকে বেসরকারি সংস্থার হাতে যায় তখন থেকেই বিদ্যুৎ সমস্যা বৃদ্ধি পায়।

বর্তমানে এই সমস্যা আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বিদ্যুতের সমস্যা কবে নাগাদ স্বাভাবিক হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও এদিনের এই বর্ষণের পরিপ্রেক্ষিতে মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?