অনলাইন ডেস্ক, ৩ মে।। হনুমান জয়ন্তীর দিন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় অশান্ত হয়ে উঠেছিল রাজধানীর জাহাঙ্গীরপুরী এলাকা। এখনও অবধি এলাকার পরিবেশ থমথমে হয়ে রয়েছে। এরই মাঝে ভ্রাতৃত্বের শিমুই দিয়ে মুখ মিষ্টি করিয়ে ঈদ পালন করলেন মানুষ।
সম্প্রতি বিজেপি পরিচালিত উত্তর দিল্লি পুরনিগমের নির্দেশে সংখ্যালঘু বস্তি উচ্ছেদ ঘিরে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বস্তি উচ্ছেদ বন্ধ রয়েছে। যদিও সেদিনের বুল্ডোজারে পিষে গিয়েছিল অনেকের দোকান। চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে একাধিক পরিবারকে। যদিও এদিন মনে জোর এনে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছেন সকলে।
কীভাবে ঈদ উদযাপন করছেন? জানতে চাইলে আকবর নামের এক ব্যক্তি বলেন, ‘এবার শিশুদের মুখে আনন্দ নেই। হতাশা, কিছুটা ভয়ও আছে। আমি একটি বার্তা দিতে চাই যে আমরা ভারতে থাকি এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে। কয়েকজনের দ্বারা ছড়িয়ে পড়া গুজবের দ্বারা জনগণকে নেতৃত্ব দেওয়া উচিত নয়। আমরা সবাই ভাই-বোন’।
অন্যদিকে আর একজন বলেন, প্রতি বছর তিনি এই দিনে তার দোকানে কমপক্ষে ১,০০০ লোকের সঙ্গে দেখা করতেন। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে মানুষকে জড়িয়ে ধরে সেবাই করতে করতে দিনটি অতিবাহিত হয়েছে। আজ আমার কোনো দোকান নেই। রাস্তায় বল আছে, তাই গলিতে মানুষের সঙ্গে দেখা করতে এসেছি। এখানে ভ্রাতৃত্ববোধ রয়েছে, বাইরে থেকে আসা কিছু বিশৃঙ্খলাসৃষ্টিকারী মানুষের কারণে হিংসা ছড়িয়ে পড়েছে।’