অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের লড়াইকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, করোনার বিরুদ্ধে মোদী সরকারের ‘সুপরিকল্পিত’ লড়াইয়ে দেশ রসাতলে যাচ্ছে। ভারতকে রীতিমতো অতল গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে।
ভারতে নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭,৫৭০ জন এবং মৃত্যু হয়েছে ১,২০১ জনের। কেন্দ্রীয় সরকারের মতে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে ভারত। এ প্রসঙ্গে মোদী সরকার ও মিডিয়াকে একযোগে কটাক্ষ করে রাহুল জানান, বিশ্বব্যাপী সর্বাধিক করোনা সংক্রমণ ও মৃত্যু। অথচ ভারত সরকার ও মিডিয়া বলছে, ‘সব কিছু ঠিক আছে।’জিডিপি হ্রাস, দেশবাসীর কাজ চলে যাওয়া নিয়েও মোদী সরকারকে তুলোধোনা করেছেন রাহুল।
শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লেখেন, ২৪ শতাংশ ঐতিহাসিক জিডিপি হ্রাস। ১২ কোটি চাকরি চলে গিয়েছে। মোদী সরকারকে আক্রমণ করে রাহুল এদিন টুইটারে লেখেন, করোনার বিরুদ্ধে মোদী সরকারের ‘সুপরিকল্পিত’ লড়াই দেশকে অতল গহ্বরে ঠেলে দিচ্ছে।