অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলীয় জাপান। জাপানের সময় অনুযায়ী, শনিবার বেলা ১১.৪৪ মিনিট নাগাদ জোরালো তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্বাঞ্চলীয় জাপানে।
রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তাছাড়াও সুনামির সতর্কতাও জারি করেনি জাপানের আবহাওয়া দফতর।
জাপানের আবহবিদরা জানিয়েছেন, শনিবার বেলা ১১.৪৪ মিনিট নাগাদ ৬.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্বাঞ্চলীয় জাপানের মিয়াগি প্রিফেকচারে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে। তীব্র ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।তবে, আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।