অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হলেন শিল্পী অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুর কারণ হিসেবে কিডনি বিকলের কথাই উল্লেখ করেছেন চিকিৎসকরা।মা অনুরাধার মতোই সঙ্গীত জগতে নিজের কেরিয়ার গড়েছিলেন আদিত্য পড়োয়াল। বালাসাহেব ঠাকরের বায়োপিক ‘ঠাকরে’ ছবিতে একটি গানও কম্পোজ করেছিলেন তিনি। নিজের মায়ের জন্যও একটি গান কম্পোজ করতে চেয়েছিলেন আদিত্য। কিন্তু তা আর হল না।
বিখ্যাত গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেবন আদিত্যর মৃত্যুতে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন শনিবার।