দলগত ব্যর্থতার পর জাদেজা আবারও সিএসকের নেতৃত্ব তুলে দেন ধোনির হাতে

অনলাইন ডেস্ক, ২মে।। আইপিএলের ১৫তম মরশুম শুরুর ঠিক দু’দিন আগে সকলকে চমকে দিয়ে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব রবীন্দ্র জাদেজার হাতে তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের মরশুমের শুরুটা একেবারেই ঠিকঠাক হয়নি। প্রথম আটটির মধ্যে ছয়টি ম্যাচেই পরাজিত হয়েছে তারা। এরপরেই শনিবার হঠাৎ করেই ফের বদল। দলগত ব্যর্থতার পর জাদেজা আবারও ধোনির হাতে সিএসকের নেতৃত্ব তুলে দেন।

রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ রানে জয়ের পর এমএস ধোনি বলেন, “রবীন্দ্র জাদেজা গত মরশুম থেকে জানতেন যে এই বছর তাকে অধিনায়কত্বের সুযোগ দেওয়া হবে। এবং অধিনায়কত্বের রূপান্তরের প্রক্রিয়াটি ধীরে ধীরে চলছিল।”

সিএসকে অধিনায়ক ক্যাপ্টেন কুল আরও বলেন, “জাড্ডু জানতেন এবং প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন। এবং আমি চেয়েছিলাম যে এই রূপান্তরটি ঘটুক”। নতুন মরশুম শুরু হওয়ার মাত্র দু’দিন আগে জাদেজাকে নতুন অধিনায়ক হিসাবে মনোনীত করার পর এবং সিএসকে তাদের আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে হারার পর ভক্তরা সিএসকে-র দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

যদিও জাদেজা বলেছিলেন যে আইপিএল ২০২২ মরসুম শুরু হওয়ার কয়েক মাস আগে তিনি অধিনায়কত্ব পরিবর্তন সম্পর্কে জানতেন। মরসুমের শুরুতে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর জাদেজা বলেছিলেন, ” কয়েক মাস আগে ধোনি আমাকে বলার পর থেকেই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। মানসিকভাবে আমি নেতৃত্ব দিতে প্রস্তুত ছিলাম। আমার ওপর কোনো চাপ নেই। আমি শুধু আমার প্রবৃত্তির দিকে ফিরে তাকাচ্ছিলাম।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?