সকলের কাছেই সামগ্রিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।করোনার কারণে পাঁচ মাস ঘরবন্দি। কিন্তু আমিরশাহিতে আইপিএলের প্রস্তুতি শুরু হওয়ার পরে স্পষ্ট হয়ে যাচ্ছে, ক্রিকেটের সঙ্গে প্রত্যক্ষ যোগ না থাকলেও সকলেই নিজিদের ফিটনেসকে সেরা জায়গায় রাখার চেষ্টা করে গিয়েছেন। আর সেই কারণে দুবাইয়ের প্রবল গরমেও সতীর্থরা রীতিমতো চাঙ্গা।

আইপিএলে খেলতে নামার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের এই মেজাজই মন ভাল করে দিয়েছে বিরাট কোহলির। আরসিবি-র টুইটার হ্যান্ডলে এক ভিডিও সাক্ষাৎকারে কোহলি বলেছেন, “ফিটনেসের জায়গা থেকে দেখলে এই দলের সকলেই খুব ভাল জায়গায় রয়েছে। প্রথম দিন থেকে অনুশীলনে সেই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও তা নিয়ে খুব বেশি উল্লসিত হচ্ছি না। ফিটনেস বাড়ানোর সঙ্গে আরও কিছু বিষয়ের উপরেও জোর দিতে হচ্ছে। নিজেদের খেলাকে নিখুঁত করে তোলার ব্যাপারও রয়েছে। মনে রাখতে হবে, আমরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত এখানে থাকার জন্য এসেছি। সেই লক্ষ্যে পৌঁছতেই হবে।”
দুই সপ্তাহের উপরে অনুশীলন শুরু হয়ে গিয়েছে। কোহলি জানিয়েছেন, ক্রিকেটাররা যাতে সম্পূর্ণভাবে চোটমুক্ত থাকতে পারেন, সেদিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি বলেছেন, “আমরা অনুশীলনে কারও উপরে বাড়তি চাপ তৈরি করছি না। সামান্য চোটের সম্ভাবনা তৈরি হলেই সেটা দলের উপরে বাজে প্রভাব ফেলতে পারে।

তাই অনুশীলনেও ভারসাম্য বজায় রাখতে হবে। আমরা সেটা নিয়ে নিয়মিত পর্যালোচনা করছি। বহুদিন পরে মাঠে ফিরলাম বলে প্রথম দিন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, এই ভাবনাকে মন থেকে মুছে ফেলতে হবে। আমরা সকলকে বলে দিয়েছি, নিজেদের তৈরি করে রাখার জন্য এখনও অনেকটা সময় রয়েছে। তাই ব্যস্ততা দেখিয়ে লাভ হবে না।”কোহলি মনে করেন, বহুদিন পরে মাঠে নামার পরে সকলের কাছেই সামগ্রিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সেটা ধীরে ধীরে দলের মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেছেন, “প্রথম কয়েকটা দিন চোখের সঙ্গে এই নতুন পরিবেশকে খাপ খাইয়ে নিতে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। মনে রাখা দরকার, পাঁচ মাস ক্রিকেটের সঙ্গে কোনও যোগই ছিল না কারও। তার পরে বিশেষ জৈব সুরক্ষিত পরিবেশটা কেমন হতে পারে এবং কীভাবে তার মধ্যে থাকতে হবে, সেটাও বোঝার দরকার ছিল। সেভাবে ধাপে ধাপে এগিয়ে এসেছি আমরা এবং সামগ্রিক ভাবে দলের সমস্ত ক্রিকেটার এই মুহূর্তে খুবই ভাল জায়গায় রয়েছে।”দুই সপ্তাহের উপরে অনুশীলন শুরু হয়ে গিয়েছে।

কোহলি জানিয়েছেন, ক্রিকেটাররা যাতে সম্পূর্ণভাবে চোটমুক্ত থাকতে পারেন, সেদিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি বলেছেন, “আমরা অনুশীলনে কারও উপরে বাড়তি চাপ তৈরি করছি না। সামান্য চোটের সম্ভাবনা তৈরি হলেই সেটা দলের উপরে বাজে প্রভাব ফেলতে পারে। তাই অনুশীলনেও ভারসাম্য বজায় রাখতে হবে। আমরা সেটা নিয়ে নিয়মিত পর্যালোচনা করছি। বহুদিন পরে মাঠে ফিরলাম বলে প্রথম দিন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, এই ভাবনাকে মন থেকে মুছে ফেলতে হবে। আমরা সকলকে বলে দিয়েছি, নিজেদের তৈরি করে রাখার জন্য এখনও অনেকটা সময় রয়েছে।

তাই ব্যস্ততা দেখিয়ে লাভ হবে না।”কোহলি মনে করেন, বহুদিন পরে মাঠে নামার পরে সকলের কাছেই সামগ্রিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সেটা ধীরে ধীরে দলের মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেছেন, “প্রথম কয়েকটা দিন চোখের সঙ্গে এই নতুন পরিবেশকে খাপ খাইয়ে নিতে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। মনে রাখা দরকার, পাঁচ মাস ক্রিকেটের সঙ্গে কোনও যোগই ছিল না কারও। তার পরে বিশেষ জৈব সুরক্ষিত পরিবেশটা কেমন হতে পারে এবং কীভাবে তার মধ্যে থাকতে হবে, সেটাও বোঝার দরকার ছিল। সেভাবে ধাপে ধাপে এগিয়ে এসেছি আমরা এবং সামগ্রিক ভাবে দলের সমস্ত ক্রিকেটার এই মুহূর্তে খুবই ভাল জায়গায় রয়েছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?