অনলাইন ডেস্ক, ২মে।। গরমে শরীরে ঘামের দুর্গন্ধ বেশি দেখা দেয়। প্রাকৃতিক উপায়েই অনাকাঙ্ক্ষিত এই দুর্গন্ধ দূর করতে পারেন।
অ্যাপল সিডার ভিনেগার: এতে শক্তিশালী অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা ব্যাকটেরিয়ার কারণে শরীরে সৃষ্টি হওয়া দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।
একটি কটন বাড ভিনেগারে ভিজিয়ে সরাসরি বাহুমূলে লাগিয়ে নিতে পারেন। সকালে গোসলের পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি করতে পারেন। এতে ভালো ফল পাবেন।
ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল: এর রয়েছে নিজস্ব আবেদন ও সুগন্ধ; যা সহজেই শরীরের বাজে গন্ধ সরিয়ে দিতে পারে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা শরীরে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।
ব্যবহার: এক গ্লাস পানিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। শরীরের দুর্গন্ধযুক্ত স্থানগুলোতে দিনে দুইবার স্প্রে করে নিন। এতে স্থায়ীভাবে শরীরের দুর্গন্ধ কমে যাবে।
বেকিং সোডা: বাহুমূলে বেকিং সোডা ব্যবহার এটি শুষ্ক থাকবে এবং ঘাম বেরোবে না। বেকিং সোডা অতিরিক্ত ময়েশ্চারাইজার শোষণ করে নেবে এবং ঘাম ঝরা প্রতিরোধ করবে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান শরীর থেকে দুর্গন্ধ দূর করতে সহায়তা করবে।
এক টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি বাহুমূলে লাগিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করুন। ফর্মুলাটি ম্যাজিকের মতো কাজ করবে।
গোলাপজল: ত্বকের ব্রণ কমাতে চমৎকার কাজ করে এটি। তবে ঘামের দুর্গন্ধ দূর করতেও সহায়ক গোলাপজল। অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে গোলাপজল মিশিয়ে বোতলে সংরক্ষণ করুন। এরপর বাহুমূলে এবং শরীরের অন্যান্য দুর্গন্ধযুক্ত অংশে স্প্রে করুন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন গোসলের পর এটি ব্যবহার করতে পারেন।