অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।সুযোগ পেলে ১০ বছরের মধ্যেই তিনি কেরলকে ইসলামি রাজ্যে পরিণত করতে পারেন। প্রতিষ্ঠা করতে পারেন খলিফার শাসন। এটাই তাঁর লক্ষ্য বলে জানালেন বিতর্কিত মুসলিম ধর্ম প্রচারক মুজাহিদ বালুসসেরি। স্বাভাবিকভাবেই বালুসসেরির এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
তাঁর উপর কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।ইতিমধ্যেই কেরলের হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায় এই মুসলিম ধর্ম প্রচারকের বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। ওই ভিডিওতে তিনি বলছেন, কেরলের প্রতিটি মুসলিম যদি কোনও এক শুক্রবার মুজাহিদ মসজিদে আসেন তবে কেরলকে ইসলামিক রাজ্যে পরিণত করতে তাঁর বেশি সময় লাগবে না। ১০ বছরের মধ্যেই কেরলকে তিনি ইসলামি রাজ্যে পরিণত করে তাঁর স্বপ্ন বাস্তবায়িত করবেন। ইসলামের প্রতি তাঁর এক বিশেষ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব তাঁকে অবশ্যই পালন করতে হবে।
কেরলকে মুসলিম রাজ্যে পরিণত করতে হলে রাজ্যে বর্তমানে যে সমস্ত মুসলিম প্রতিষ্ঠান রয়েছে তার কিছু বন্ধ করে দিয়ে সেই সব মুসলিমদের মুজাহিদ মসজিদে নিয়ে আসার কথাও বলেছেন এই ধর্ম প্রচারক।তিনি আরও বলেছেন, অন্য কোন ভগবানের প্রার্থনা করলে কখনওই স্বর্গ লাভ হবে না একমাত্র আল্লাহর প্রার্থনা করলেই স্বর্গলাভ হবে।
উল্লেখ্য, বালুসসেরি যে প্রথম এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলেন তা নয়। এর আগে জাকির নায়েক এ ধরনের প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছেন। জাকিরের বিরুদ্ধে বিদেশ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। বর্তমানে জাকির দেশছাড়া। এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় রয়েছেন। জাকিরকে দেশে ফেরাতে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে যেতে চাইছে কেন্দ্র।