স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ এপ্রিল।। রাজ্যে বিজেপি সরকার রাষ্ট্রভাষার নাম করে সরকারী কাজে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। আজ আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযান করেন।
তিনি বলেন, দেশে ২২ টি ভাষা সাংবিধানিক ভাবে স্বীকৃত ভাষা। ত্রিপুরায় বাংলা ও ককবরক সরকারী ভাষার মর্যাদা প্রাপ্ত। কিন্তু এই দুই ভাষার প্রতি অমর্যাদা করা হচ্ছে। ট্রাফিক দপ্তরের চালানে হিন্দি ও ইংরেজি ভাষা ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বীরজিৎ সিনহা অভিযোগ করেন, রাজ্যে রেগায় গরীব মানুষের কর্মসংস্থান সঙ্কুচিত করা হচ্ছে। রেগায় দূর্নীতি হচ্ছে বলেন তিনি।
রাজ্যের প্রত্যন্ত এলাকায় পানীয় জলের সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। কংগ্রেসের এক প্রতিনিধিদল শিগগিরই প্রত্যন্ত এলাকা পরিদর্শন করবে বলে জানান। আসন্ন বিধানসভা নির্বাচনে অ-বিজেপি, অ-সিপিএম রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের আঁতাত হতে পারে বলে জানান।
এই প্রসঙ্গে তিপ্রা মথার মতো দলের সঙ্গে আঁতাত হতে পারে বলেও ইঙ্গিত দেন। বিধানসভার উপনির্বাচন ঘোষণা হলে সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেস প্রস্তুত বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।