অনলাইন ডেস্ক,২৮ এপ্রিল।। ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বেন স্টোকসের। জো রুটের উত্তরসূরি হলেন তিনি।
৩০ বছর বয়সী অলরাউন্ডার স্টোকস ৭৯ টেস্টে ব্যাট হাতে ৫০৬১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭৪ উইকেট। ২০১৭ সাল থেকে দুই স্পেলে ইংলিশদের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ব্যর্থতার দায়ে এই মাসে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন রুট। পাঁচ বছরে রেকর্ড ৬৪ টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ৩১ বছর বয়সী ব্যাটার।
ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর স্টোকস বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে সুযোগ পাওয়ায় আমি সম্মানিত।’
স্থায়ী অধিনায়ক হিসেবে স্টোকস প্রথম টেস্ট খেলতে নামবেন ২ জুন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
এর আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে রুট অনুপস্থিত থাকায় ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো ইংলিশদের নেতৃত্ব দেন তিনি।
বিদায়ী অধিনায়ক রুটকে ধন্যবাদ জানিয়ে স্টোকস বলেন, ‘ইংলিশ ক্রিকেটে জো রুট যা কিছু করেছে তার জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই।’