অনলাইন ডেস্ক,২৮ এপ্রিল।। চীন ভিত্তিক বিশ্বের বৃহত্তম ড্রোন তৈরিকারী কম্পানি ডিজেআই রাশিয়া এবং ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর চীনের কোনো প্রতিষ্ঠানের এ রকম পদক্ষেপ নেওয়ার ঘটনা বিরল বা নজিরবিহীন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
কম্পানিটি গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন ব্যবস্থায় চুত্তির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করেছে। বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে ডিজিআই রাশিয়া ও ইউক্রেনে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বলে বিবৃতিতে জানিয়েছে ডিজিআই।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন বরাবরই রাশিয়ার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে।