এএডসি এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৭ এপ্রিল।। ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ( টিটিএএডসি ) এর অন্তর্গত বিভিন্ন এলাকায় পানীয় জল সংক্রান্ত যেসকল সমস্যা রয়েছে সেগুলোর দ্রুত সমাধানের উদ্দেশ্যে আজ খুমলুং-এ টিটিএএডসি’র প্রশাসনিক ভবনের কনফারেন্স হলঘরে ১৮-টাকারজলা-জম্পুইজলা (এস.টি) কেন্দ্রের এমডিসি প্রদ্যুত কিশোর দেববর্মণ এর পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা ২০-কিল্লা-বাগমা (এস.টি) কেন্দ্রের এমডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া,স্বশাসিত জেলা পরিষদের ডেপুটি সিইএম তথা ১০-কুলাই চাম্পাহাওর (এস.টি) কেন্দ্রের এমডিসি অনিমেষ দেববর্মা, ১-দামছড়া-জম্পুই (এস.টি) কেন্দ্রের এমডিসি তথা নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং,১১-মহারাণী-তেলিয়ামুড়া (এস.টি) কেন্দ্রের এমডিসি তথা নির্বাহী সদস্য সুনীল কলই,পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব কিরণ গিত্যে,দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব মজুমদার, বিভিন্ন সার্কেলের তত্বাবধায়ক বাস্তুকারেরা ও বিভিন্ন ডিভিশনের নির্বাহী বাস্তুকারেরা।

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত অনেক এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে বলে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট এলাকার নাগরিকেরা জানিয়েছেন। যদিও জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সেই সমস্যা অনেকটাই সমাধান করা হচ্ছে। তবুও অনেক এলাকায় পরিশ্রুত পানীয় জল পাওয়া নিয়ে যে জটিলতা রয়েছে, তার সমাধান করতেই আজকের বৈঠকে টিটিএডিসি-এর প্রশাসনের কর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করা হয়েছে।পানীয় জল ও স্বাস্থ্য বিধান এবং টিটিএডিসি’র প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের উপস্থিতিতে এই উচ্চপর্যায়ের বৈঠকে এডিসি এলাকায় পানীয় জল সংক্রান্ত নানা সমস্যা ও সেগুলো থেকে উত্তোরণের সমাধান সূত্র খুঁজে বের করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?