অনলাইন ডেস্ক, ২৭এপ্রিল।। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়াল বৈঠক সারেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। এদিন রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর এদিনের বৈঠকের মূল লক্ষ্য ছিল কোভিড পরিস্থিতিতে রাজ্যের মোকাবিলা। এদিন প্রধানমন্ত্রী বলেন, করোনা ভারতে চ্যালেঞ্জ। কোভিড ভ্যাকসিক খুব কাজে লেগেছে। আর সেই কারণে তৃতীয় ঢেউ সেইভাবে সংক্রমণ ছড়াতে পারেনি। তবে কিছু রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে। করোনা থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র রক্ষাকবচ। রাজ্যের মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে গেছে। এখন প্রিকওশন ডোজও উপলব্ধ। ছোটদের ভ্যাকসিনই প্রাথমিক লক্ষ্য। বয়স্কদের বুস্টার ডোজও চলবে। অন্যান্য দেশের তুলনায় ভারত ভালো অবস্থায় আছে।
টিকাকরণ নিয়ে মোদি বলেন, করোনা রুখতে ভ্যাকসিন সবচেয়ে বড় অস্ত্র। জিনোম সিকোয়েন্সিং ও স্বাস্থ্য পরিকাঠামোর ওপরে জোর দিতে হবে। বয়স্কদের বুস্টার ডোজ চলবে।
এদিন এই বৈঠক থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলির কাছে আবেদন করা হয়েছিল শুল্ক কমানোর জন্য। কিন্তু অনেক রাজ্যেই কমায়নি। আমি জানি না, কেন রাজ্যগুলি কমায়নি হয়তো তাদের নিজেদের কিছু সমস্যা ছিল। বাংলা, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ শুল্ক কমায়নি। এই শুল্ক না কমিয়ে নাগরিকদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। মোদি এদিন বলেন, আমার রাজ্যগুলির কাছে আবেদন, আপনারা শুল্ক কমিয়ে নাগরিকদের সুরাহা করুন। সংকটের সময়ে একযোগে কাজ করতে হয়। কেন্দ্র ও রাজ্য সামঞ্জস্য খুব জরুরি।