স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৭ এপ্রিল।। কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা হয়েছে উত্তর জেলার বিভিন্ন জায়গায়। মঙ্গলবার গভীর রাতে কালবৈশাখীর ঝড়ের তান্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ পরিষেবা। উত্তর জেলার বাগবাসা উত্তর গঙ্গানগর এলাকায় ঝড়ে ভূপাতিত হয় বিদ্যুতের একাধিক খুঁটি। যদিও সকাল থেকে নিগম কর্মীরা সারাইয়ের কাজে নেমে পড়েছেন। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে পরিষেবা স্বাভাবিক হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগবে বলে জানান নিগম কর্মীরা।
প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জায়গায় এবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি জনগনের অভিযুক্ত যে বহু পুরানো হয়ে গিয়েছিলো তার ও খুঁটি। বারবার বলা সত্বেও নিগমের টার্ফ থেকে তেমন কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি, তাই এবারের কালবৈশাখী ঝড়ে ক্ষতির পরিমান অনেক বেশি হাতে পারে।