অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল।। ভারতের তামিলনাডুতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে রাজ্যটির থাঞ্জাবুর জেলার একটি মন্দিরে রথযাত্রার মিছিলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কালিমেদুর আপ্পার মন্দিরের যে রথে দাঁড়িয়ে থাকা লোকজন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
কর্মকর্তারা বলেছেন, মন্দিরের রথটি বাঁক নেওয়ার সময় কিছুটা বাধার সম্মুখীন হয় আর তখনই সেটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে।
নিহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিরুচিরাপাল্লির সেন্ট্রাল জোন পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ঘটনার একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
তামিলনাড়ু বিধানসভা রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় দুই মিনিটের নীরবতা পালন করেছে।
Tamil Nadu Assembly observes 2-minute silence on the loss of 11 lives in Thanjavur electrocution incident.
"I will visit Thanjavur to meet the injured and deceased's families," announces CM MK Stalin in the Assembly pic.twitter.com/YUCXACCMlY
— ANI (@ANI) April 27, 2022
বিধানসভায় রাজ্যটির মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আহতদের দেখতে এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যাবেন বলে জানিয়েছেন।