অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল।। ফিরতি লেগের জন্য রোমাঞ্চ জমিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৭ গোলের ক্ল্যাসিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ে ফাইনালে যাওয়ার পথে এক পা এগিয়ে থাকল সিটিজেনরা। তবে রিয়াল লড়াইটা জমিয়ে রাখল সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগের জন্য।
ম্যাচের শুরুতেই কার্লো আনচেলত্তির শিষ্যদের ভড়কে দেয় সিটি। মাত্র দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে রিয়াল। রিয়াদ মাহরেজের ক্রসে দুর্দান্ত ডাইভিং হেডে জাল খুঁজে নেন কেভিন ডি ব্রুইন। পুরো ম্যাচে জাদু দেখিয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার।
১১তম মিনিটে ডি ব্রুইনের পাসে সিটির দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর আরও আক্রমণের ধার বাড়ায় পেপ গার্দিওলার দল। কিছু বুঝে ওঠার আগে দুই গোল হজমের পর গা ঝাড়া দিয়ে উঠতে চেষ্টা করে রিয়াল।
২৫তম মিনিটে আত্মঘাতী গোল হজম করতে বসেছিল সিটি। ৩৩তম মিনিটে গোলের দেখা পায় আনচেলত্তির দল। ফারলান্দ মেন্দির ক্রসে দুর্দান্ত সুইপ গোলে রিয়ালকে ম্যাচে ফেরানোর আভাস দেন করিম বেনজেমা।
তবে বিরতির পর ফের পিছিয়ে পড়ে পড়ে ব্লাঙ্কোসরা। বদলি হিসেবে নামা ফার্নান্দিনহোর ক্রসে ৫৩তম মিনিটে হেডে বল জালে পাঠান ফিল ফোডেন। তার আগে মাহরেজের দুটি শট লাগে রিয়ালের গোলপোস্টের বাইরের জালে।
৫৫তম মিনিটে একটি গোল শোধ দেয় আনচেলত্তির দল। একক নৈপুণ্যে সিটির ডি-বক্সে ঢুকে গোল করে আসেন ভিনিসিয়াস জুনিয়র। প্রায় মাঝমাঠ থেকে দৌড়ে তিনি ছিটকে ফেলেন ফার্নান্দিনহোকে।
৭২তম মিনিটে ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে চতুর্থ গোলটি করেন বের্নার্দো সিলভা। পড়ে যাওয়া ওলেকসান্দর জিনচেঙ্কো থেকে বল পেয়ে শট নেন তিনি। সিলভার নেওয়া শট বুঝতেই পারেননি রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া।
কিন্তু রোমাঞ্চ তখনো বাকি। আয়মেরিক লাপোর্তে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় রিয়াল। ৮২তম মিনিটে স্পট-কিকে পানেনকা পেনাল্টিতে সিটির গোলরক্ষক এডারসনকে বোকা বানান বেনজেমা। তবে বাকি সময়ে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি আনচেলত্তির শিষ্যরা।
দুই দলের ফিরতি লেগ হবে ৪ মে, মাদ্রিদে।