রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণ

অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল।। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে বেলগরদ শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সেখানকার আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ সামাজিক মাধ্যম অ্যাপ টেলিগ্রামে বলেছেন, তিনি রাত সাড়ে তিনটায় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

তিনি যখন সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য লিখছিলেন তখন আরও তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

গ্লাদকভ জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে, তবে কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে রাশিয়া। তারা আজ থেকেই গ্যাস সরবরাহ বন্ধ করবে বলে জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে।

পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিএনআইজি বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল আটটা সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে।

বুলগেরিয়ার জ্বালানী মন্ত্রীও একই তথ্য জানিয়েছেন।
রাশিয়া আগেই বলেছে যে অবন্ধুসুলভ দেশগুলোতে গ্যাস নিতে হলে তার মূল্য রাশিয়ার মুদ্রা রুবলে শোধ করতে হবে। না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

তবে উভয় দেশই রুবলে দাম শোধ করতে অপারগতা জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় মাস চলছে। এর মধ্যে মারা গেছে হাজার হাজার মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?